রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বক্কার হলদার নামের এক জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। বুধবার সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২৭ কেজি ২শ গ্রাম ওজনের মাছটি প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট বলেন, সকালে পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট সোজা মাঝ নদীতে স্থানীয় জেলে বক্কার হলদার জাল ফেলেন। এ সময় তিনি বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর হাটে নিয়ে এসে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৭ কেজি ২০০ গ্রাম।
মাছটিকে ১৭০০ টাকা কেজি দরে কিনে এরপর ১৮০০ টাকা কেজি দরে টাঙ্গাইল জেলার এক ব্যবসায়ীর কাছে মোট ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।