নড়াইলে কালিয়া ও নড়াগাতি থানার দুর্গা মন্দির পরিদর্শন পুলিশ সুপারের

অপরাধ

মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : মা দুর্গা দেবী কখনো আসে ঘোড়ায় চড়ে, আবার কখনো আসে অন্য কোন বাহনে চড়ে। তবে প্রতিবারই মা দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে আসেন দেবীর অনুসারীদের তথা হিন্দু সম্প্রদায়ের সকলের মঙ্গলের জন্যই।


বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সর্বশক্তির দেবী মা দুর্গার এবারের আগমন উপলক্ষে নড়াইল কালিয়া ও নড়াগাতি থানার বিভিন্ন এলাকায় দুর্গা মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) ।


বিজ্ঞাপন

এ সময় তিনি প্রতিটি মন্দিরের সভাপতি সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন।

এছাড়া পুলিশ সুপার নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের আশ্বাস দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা বিষয়ক আলোচনা করেন।

তিনি আরো বলেন, পূজা উদযাপনে আনসার ও থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।

আগামী ১১অক্টোবর তারিখে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।