নিজস্ব প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর রাত ৮ টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শিকারপুর টোলবাড়ি গ্রামস্থ শিকারপুর টোলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার দক্ষিণ পার্শ্বে একটি অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটারগান, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০১টি মোবাইল, ০১টি সীমকার্ডসহ আসামী মোঃ মিঠুন আলী (২৫), পিতা-মোঃ নবী, মাতা-মোছাঃ সরিফন বেগম, সাং-ছোট জামিবাড়িয়া, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করেন।ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।