নিজস্ব প্রতিনিধি : ২ অক্টোবর শনিবার সকাল ৯টায় পুলিশ লাইন্স শরীয়তপুরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর তানভীর হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন বখতিয়ার আলম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পুলিশ লাইন্স, শরীয়তপুর, মোঃ মতিউর রহমান, আরও-১, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকিয়া পরিদর্শনে সহযোগিতা করেন।