নিজস্ব প্রতিনিধি : কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় কেএমপি’র লবণচরা থানার ০৫ নং বিটের কার্যক্রম এবং ৩১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার মহোদয় বিট কার্যালয়ে আগত সেবা প্রার্থীদের কাছ থেকে তাদের অভিযোগ শ্রবণ করেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন।
এছাড়াও, কমিশনার মহোদয় খুলনা মহানগরীর লবণচরা থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগত সেবা প্রার্থীদের সহিত মতবিনিময় করেন। মতবিনিময় কালে সেবা প্রার্থীরা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে লবণচরা থানা কর্তৃক প্রদত্ত পুলিশি সেবায় সন্তোষ প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস এম বায়জিদ ইবনে আকবর; অফিসার ইনচার্জ (লবণচরা থানা) সমীর কুমার সরকারসহ সংশ্লিষ্ট বিট অফিসারবৃন্দ ও সিপিও; স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ; কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।