শারদীয় দুর্গোৎসবে অভয়নগরের বিভিন্ন মন্দির পরিদর্শন

অপরাধ

সুমন হোসেন, অভয়নগর : মঙ্গলবার ১২ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাসপ্তমী।


বিজ্ঞাপন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অভয়নগর থানাধীন বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।


বিজ্ঞাপন

পুলিশ সুপার পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর গণতন্ত্রের বাংলাদেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি।

বাংলাদেশে জঙ্গিবাদের জায়গা হয় নাই এবং এখানে সাম্প্রদায়িকতার জায়গাও কিন্তু হবে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, নিরাপত্তার চাদরে যশোর ঢাকা আছে।

এখানে কোন অপশক্তি, কোন ধর্মান্ধ গোষ্ঠীর অপতৎপরতা যশোরে বরদাস্ত করা হবে না। প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করবেন এটাই কিন্তু আমাদের ঐতিহ্য, ধর্মীয় শিক্ষা।

পরিশেষে তিনি বলেন, ধর্মের নামে অতি রঞ্জিত কোন কিছুই যশোরে বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।