নিজস্ব প্রতিনিধি : বুধবার ১৩ অক্টবর সারা বাংলাদেশের ন্যায় নীলফামারী জেলাতেও পালিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সন্ধ্যা ৬ টায় নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকার পূজা মন্ডপগুলো সরোজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
এ সময় তিনি পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারি ও মণ্ডপে আগত সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় ও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার, উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করে জেলা পুলিশ,নীলফামারী।
তিনি আরও বলেন যে কোন ধর্মীয় উৎসবে দেশের মানুষের এই সৌহার্দ্যবোধ চলে আসছে শত-শত বছর থেকে। এবং তা টিকে থাকতে বলে পুলিশ সুপার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সকল ধর্মের অনুসারীদের দেশের ইতিহাস ও সংস্কৃতি যুগ-যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে।
সৈয়দপুর থানা এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল,নীলফামারী, অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা, নীলফামারী, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী সহ পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তাগণ।