কেএমপির খালিশপুরে আগ্নেয়াস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ২ (দুই) টি বিদেশী পিস্তল, ৩ (তিন) টি ম্যাগাজিন এবং ২ (দুই) টি গুলির খোসাসহ পৃথক মামলায় ২২(বাইশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শনিবার ১৬ অক্টোবর খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম খালিশপুর থানার ০২ (দুই) টি সাজা প্রাপ্ত পরোয়ানার জিআর নং- ৪৪২/১৭, দায়রা-৪৬৩/১৮ সংক্রান্তে মহানগর দায়রা জজ খুলনা আদালত কর্তৃক মাদক মামলায় ২০ (বিশ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ (ছয়) মাসের কারাদন্ড এবং জিআর নং-৪৯/১৮ সংক্রান্তে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা ২(দুই) বছর ০১ মাসের সশ্রম কারাদন্ড ও ১০, ০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে ১ (এক) মাসের সশ্রম প্রাপ্ত কারাদণ্ড পলাতক আসামী এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফ(৪৫), পিতা- এফ এম ওবাইদুল্লাহ, সাং- আলমনগর পালপাড়া বাইলেন, থানা- খালিশপুর, খুলনা মহানগরীকে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার সদর থানা পুলিশের সহায়তায় কুষ্টিয়া মডেল থানাধীন কালী শংকরপুর বিএডিসি জনৈক তরিকুল ইসলামের ৪র্থ তলার ফ্লাটে আসামীর ভাড়া বাসা হতে দুপুর ১ টা ৪৫ মিনিটের সময় গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারের পর আসামী এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফ(৪৫) কে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থল থেকে ২ (দুই) টি বিদেশী পিস্তল, ৩ (তিন) টি ম্যাগাজিন, ২ (দুই) টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারের ঘটনায় আসামীর বিরুদ্ধে খালিশপুর থানার এসআই(নিঃ)/মো: আব্দুল হালিম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে এজাহার দায়ের করেন।
এসংক্রান্তে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।