বিশেষ প্রতিবেদক : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক সোমবার ১৮ অক্টোবর দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ‘শেখ রাসেল সম্পর্কে জানি ও জানাই’ প্রত্যয়ে বিএনসিসি ক্যাডেট এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’ সহ শেখ রাসেলকে নিয়ে লেখা বেশ কিছু সংখ্যক বই উপহার হিসেবে তুলে দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
পরবর্তীতে শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল।
সেদিন শিশু রাসেল-কে হত্য করার মধ্য দিয়ে ঘাতকরা রাসেলের জীবনকেই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তাঁর অবিকশিত অপার সম্ভাবনা যা সুন্দর ও শান্তিময় বাংলাদেশ এবং বিশ্ব গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারতো।
তাইতো বাঙালির হৃদয়জুড়ে রয়েছে শিশু শেখ রাসেল। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোরসহ সকলের কাছে ভালবাসা ও অনুপ্রেরণার নাম।
যারা এদেশকে ভালোবাসে, যারা জাতির পিতাকে ভালোবাসে, যারা এদেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অংশীদার তারা সকলেই শিশু শেখ রাসেলের মর্মান্তিক জীবনাবসানের বেদনা হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ বদ্ধপরিকর।
সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তাগণ শেখ রাসেল সম্পর্কে আবেগঘন আলোচনা করেন।
পরিশেষে, শেখ রাসেলসহ ১৯৭১ সালের ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বরিশালে শেখ রাসেল দিবস পালন : সোমবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরুর পূর্বেই বিএমপি’র শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ্য থেকে শেখ রাসেলের ম্যুরাল-এ শ্রদ্ধাঞ্জলি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।
এ সময় তিনি বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গ ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।
রাষ্ট্রীয়ভাবেই দিনটি এই প্রথম শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা যখন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে, সে-সময় ঘাতকেরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা বঙ্গবন্ধুর আদর্শকেও হত্যা করতে চেয়েছিল, তাইতো তারা বঙ্গবন্ধুর রক্তের ধারা, উত্তরাধিকারী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শিশুপুত্র শেখ রাসেল সহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল।
এ সময় তিনি আরো বলেন, দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে ঘাতকরা শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে মধ্য দিয়ে যে নির্মমতা, অমানবিকতা ও ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়েছে পৃথিবীর ইতিহাসে তা বিরল।
তিনি বলেন, আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্রমূলকভাবে, পূর্বপরিকল্পিত ভাবে দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আমরা রাষ্ট্রযন্ত্র জনগনকে সাথে নিয়ে তাদেরকে কঠোর হস্তে দমন করব।
এরপর বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারীদের হাতে হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স বিএমপি, প্রলয় চিসিম অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মােহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দিন হায়দার, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস : সোমবার ১৮ অক্টোবর স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবা।
এ সময় শহীদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো: জাহাংগীরসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খুলনায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন : সোমবার ১৮ অক্টোবর সকাল ৭ টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ বারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।
নীলফামারীতে শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন পালিত : সোমবার ১৮ অক্টোবর সকাল ৯ টায় স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে বিনম্র নিবেদন করেন পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান চৌধুরী,জেলা প্রশাসক,নীলফামারী এ.এস.এম. মুক্তারু জ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল),নীলফামারী,মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর), নীলফামারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ।
রাজশাহীতে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পন : “শেখ রাসেল দিবস ২০২১” উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম ১৮ অক্টোবর সোমবার বেলা ১১ টায় রাজশাহী শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্যে বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহী’র উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হুমায়ুন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী। সভাপতিত্ব করেন আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, শাহীন আক্তার রেনী, সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, এ.কে.এম সরোয়ার জাহান, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রাজশাহী এবং প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, মার্কেটিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা ও উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
খুলনায় শেখ রাসেল দিবস পালিত : শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
সোমবার ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় সার্কিট হাউজ কনফারেন্স রুমে মান্যবর প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এঁর সভাপতিত্বে এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়েছে।
সিলেটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ : সোমবার ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবসের প্রথমেই সকাল ৯ টায় সিলেট জেলা প্রশাসক এর কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এসএমপির পুলিশ কমিশনার মোঃ আরিফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ।
পরবর্তীতে সকাল ১০ টায় জেলা প্রশাসন সিলেট এর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ শেখ রাসেলের বিষয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন মোঃ খলিলুর রহমান বিভাগীয় কমিশনার সিলেট, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, এম কাজী এমদাদুল ইসলাম জেলা প্রশাসক সিলেট, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
নড়াইলে শেখ রাসেল দিবস উদযাপন : সোমবার ১৮ অক্টোবর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন এবং ১ম বারের মতো দেশে ‘শেখ রাসেল এর জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস’ ২০২১ পালিত হয়।
সোমবার ১৮ অক্টোবর ৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, (এস,এম,সি) ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে, শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়।
শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ম্যানেজিং কমিটির সভাপতি, আরাফাত হোসেন হেলাল।
৯১ নং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা ও তার আত্মার মাগফেরাত কামনা করছে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী বৃন্দ !