আফজাল হোসেন চাঁদ, (ঝিকরগাছা) : সদ্য বদলি হওয়া যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের বদলী আদেশ প্রত্যাহারের দাবী অন্যথায় আন্দোলনের হুসিয়ারী দিয়েছে সর্বস্তরের এলাকাবাসী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সম্প্রতি বুধবার (১০ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা (মাঠ প্রশাসন শাখা) থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারকে বাঘারপাড়া উপজেলায় বদলী করা হয়েছে।
যার করণে বদলী আদেশ প্রত্যাহার করতে বিভাগীয় কমিশনার খুলনা ও জেলা প্রশাসক যশোরের নিকট জোর দাবী জানিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার একজন স্বচ্ছ, সাদামাটা সরকারি কর্মকর্তা ও উপজেলাকে একটি মডেল রূপে রূপান্তিত করতে দিন-রাত নিরলস ভাবে কাজ করেছেন তিনি। যাহা দেখে ঝিকরগাছাবাসী মুগ্ধ ও উপকৃত।

উপজেলার একাধিক সেবা গ্রহিতারা জানিয়েছেন, সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশয় দেওয়া হয়নি।
তারপরও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি প্রজ্ঞাপনেই উপজেলাবাসীর নিকট থেকে একটা অমূল্য সম্পদ হারিয়ে যেতে বসেছি।
ভুপালী সরকার তিনি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক না তিনি আমাদের একজন অভিভাবক। তিনি তার কার্যালয়ে থাকা অবস্থায় আমাদের কাউকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়নি।
অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। সে কখনো উপজেলায় সাধারণ মানুষের জন্য কাজ করতে রাতকে রাত ও দিনকে দিন না মনে করেনি। আমাদেরই কথা ভেবে সরকারের নির্দেশনার বাহিরে গিয়ে নিজের দায়িত্ব পালন করে অসহায় গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মাত্র এক বছরে তিনি সবার মন জয় করে নিয়েছেন একজন সৎ, নিরপেক্ষ, ও উদার মনের একজন মানবিক ইউএনও হলো ভুপালী সরকার। তার বিরুদ্ধে এই বদলী আদেশ প্রত্যাহারের দাবী করেছেন তারা।
এ থেকে যদি বদলীর প্রজ্ঞাপর পরিবর্তন না হয়। অন্যথায় কঠোর আন্দোলনের জন্য মাঠে নামার হুসিয়ারী দিয়েছেন। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজমান হতে দেখা গেছে।