নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এর সার্কিট হাউস বরিশালে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে সার্কিট হাউস বরিশালে আগমন উপলক্ষে বিএমপি কর্তৃক হাউজ গার্ড সালামি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম(বার) মতবিনিময় সভার বলেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে যে আকাঙ্খা ও দেশপ্রেম নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিলো সে আকাংখা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে ।
আমরা চাকুরি করার কারনে চাকুরি করি না , বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নবনব উদ্যোগ নিয়ে জনগণের দোরগোড়ায় হাজির হই ।
বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সহ সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ তথা প্রোএক্টিভ পুলিশিং এর মাধ্যমে নীরবে নিভৃতে নগর নিরাপত্তায় সেবা দিয়ে যাচ্ছি ।
বঙ্গবন্ধুর আদর্শে জনচরিত্র নিয়ে জনবান্ধব প্রশাসন হিসেবে আরও সতর্কতার সাথে দুষ্কৃতিকারীদের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অচিরেই আমরা
আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো ।