বরেণ্য মসলিন গবেষক ও বিজ্ঞানী তনুকে ধন্যবাদ

উপ-সম্পাদকীয়/মতামত

মো. মোজাম্মেল হক : বরেণ্য মসলিন গবেষক এবং বিজ্ঞানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোস্তাফিজুর রহমান তনুর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো।


বিজ্ঞাপন

আমরা একই বিশ্ববিদ্যালয় এমনকি হলের ছাত্র ছিলাম। ছোটভাই তনু অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন। তিনি কর্মজীবনেও ইতিমধ্যেই সেরা বিজ্ঞানী এবং গবেষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। তাঁর নেতৃত্বে একদল গবেষক আমাদের হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য মসলিন শাড়ির হৃত গৌরব ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন। ইতিমধ্যেই তাঁরা অনেকখানি সফল হয়েছেন এবং বাংলাদেশে পরীক্ষামুলকভাবে মসলিন শাড়ি প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। আমরা আশা করছি আমাদের ছোটভাই মোস্তাফিজুর রহমান তনুর নেতৃত্বে বাংলাদেশের বিজ্ঞানীরা মসলিনের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবেন। বাণিজ্যিক ভাবে বাংলাদেশ মসলিন কাপড় তৈরিতে সক্ষম হলে আমরা দেশের চাহিদা মিটিয়ে মসলিন কাপড় বিদেশে রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো। আমরা শুভদিনের অপেক্ষায় রইলাম। তনু তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।


বিজ্ঞাপন