নিজস্ব প্রতিনিধি : চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তিকৃতদের মধ্যে মোট ১৭ হাজার ৩৩৮ জন আরোগ্য লাভ করে বাড়িতে ফিরেছেন। কন্ট্রোল রুম ও পাবলিক হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এই তথ্য জানিয়েছে।
বাসসের ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৭ হাজার ৩৯৮ জন ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৫০ জন সরকারি হাসপাতালে, ৪০৩ জন বেসরকারি এবং ৮১৭ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর ২৪ হাজার ৮০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।