ওষুধ-চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না: মাশরাফি

অন্যান্য এইমাত্র খুলনা জীবন-যাপন জীবনী স্বাস্থ্য

নড়াইল প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।


বিজ্ঞাপন

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ‘সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় যোগ দেন।


বিজ্ঞাপন

ডেঙ্গুর প্রসঙ্গে মাশরাফি বলেন, বাংলাদেশে ভেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে, এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাশরাফি বলেন, ওষুধ ও চিকিৎসার বিল নিয়ে চিন্তা করবেন না কেউ। এসব বিষয় পরে ভেবে দেখবো আমি। আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে আপনারা সুস্থ হোন, তারপর যা হওয়ার হবে। ডেঙ্গু রোগীরা সুস্থ হওয়ার পর হাসপাতালের বিল নিয়ে চিন্তা করবো আমরা।

এ সময় তিনি অতি জরুরিভাবে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিকল যন্ত্রপাতি, সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

মাশরাফি বলেন, হাসপাতালের অকেজো যন্ত্রপাতিগুলো দ্রুত ঠিক করেন, মানুষের জীবন বাঁচান। যেকোনো মূল্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাঁচাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। এর আগে ডেঙ্গু পরীক্ষায় ২০০ কিটস দেয়া হয়েছে।

সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কী কী করণীয় এবং হাসপাতালের পরিষ্কার পরিছন্নতা কর্মীসহ জনবল নিয়োগের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. শাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *