পুলিশ সুপার নড়াইল কর্তৃক লোহাগাড়া উপজেলায় শান্তিপূর্ণ ইউপি নির্বাচন সম্পন্ন করতে পুলিশ অফিসার ও ফোর্সদের বিশেষ ব্রিফিং

অন্যান্য এইমাত্র

মোঃ রফিকুল ইসলাম ঃ গতকাল ২৫ ডিসেম্বর শনিবার ১১ টায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় রবিবার ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ উপলক্ষে লোহাগড়া মোল্লার মাঠ প্রাঙ্গণে নির্বাচনে নিয়োজিত আনসার, বিজিবি ও পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।


বিজ্ঞাপন

পুলিশ সুপার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্ব সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে পালন করতে হবে।


বিজ্ঞাপন

সকলের সাথে ভদ্র ব্যবহার করে কিন্তু দৃঢ়ভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এছাড়া কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে দ্রুত সিনিয়র অফিসার এবং কন্ট্রোলে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং কাজের মাধ্যমে আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), আবু হেনা মিলন, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগড়া থানা সহ নির্বাচনে নিয়োজিত সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।