নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় “জাতিহনন একাত্তর” শিরোনামে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলার গণহত্যার পরিবেশ থিয়েটারের পরিবেশনায় “জাতিহনন একাত্তর” নাটক শহিদ শামসুদ্দিন বধ্যভূমি, চৌহাট্টা, সিলেটে মঞ্চায়িত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায়, জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উক্ত নাটকটি পরিচালিত হয়।
উক্ত নাটকের নাট্যকার হাসান শাহরিয়ার, নির্দেশক ফয়েজ জহির এবং সমন্বয়কারী অসিত বরণ দাশ গুপ্ত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিশিষ্ট রাজনীতিবিদ ও বিভাগের সম্মানিত নাগরিকবৃন্দ।