চামড়া নিয়ে কারসাজি হয়েছে কিনা আমি জানি না

অর্থনীতি এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : চামড়ার দাম কমে যাওয়ার পেছনে সিন্ডিকেটের কারসাজি হলে মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, চামড়ার দাম নিয়ে কারসাজি হয়েছে কিনা আমি জানি না। কোরবানির পশুর চামড়া সংগ্রহ বা বেচাকেনা এখনও শেষ হয়নি। আজও অনেকে কোরবানি করবেন। আজও চামড়া বেচাকেনা হবে। তবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


বিজ্ঞাপন

‘চামড়ার দামের বিষয়ে সিন্ডিকেটের কারসাজি শুনেছি। সেন্ডিকেটদের একটা চক্র আমাদের দেশে রয়েছে। আসলে এ ক্ষেত্রে সিন্ডিকেটের কারসাজি হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি ধরা পড়ে যে, চামড়ার দাম কমে যাওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করেছে তাহলে যে ব্যক্তি যে মাত্রায় এ শিল্পের ক্ষতি করেছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

‘আওয়ামী লীগের একজন ব্যক্তি এ সিন্ডিকেট পরিচালনা করেছেন’ – বিএনপি নেতা রিজভীর এমন অভিযোগের জাবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ঈদের পর মাত্র একদিন সময় গেল। এত অল্প সময়ে এটা নির্ণয় করা সম্ভব নয়।’

বিএনপি নেতা রিজভীকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কারসাজির জন্য চামড়ার সমস্যা হয়েছে এর তথ্য-প্রমাণ থাকলে দেন। বিরোধীদলেরতো পুরোনো অভ্যাসই হচ্ছে ঢালাওভাবে অভিযোগ করা। বাস্তবে তাদের কোনো ইতিবাচক কাজ নেই, সব সময় নেতিবাচক বিষয়টাকে আঁকড়ে ধরে। তাই সরকারের সামান্য কিছু পেলেই সেটাকে নিয়ে তারা বিষদগার করতে থাকে।’

ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, এবার দু’একটি ব্যতিক্রম ঘটনা বাদে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে। মানুষ শান্তিতে গ্রামে যেতে পেরেছে। ঈদ শেষে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছে লোকজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *