নিজস্ব প্রতিনিধি ঃ জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল শুক্রবার ৭ জানুয়ারি, রাএী আনুমানিক ১০ টার সময় জয়পুরহাট জেলার পৌরসভাধীন পাচুর মোড় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান পরিচালনা।
উক্ত অভিযান পরিচালনা কালে , জাল মুদ্রা-৩ টি, রাসায়নিক পদার্থ-১ বোতল, নিশান কার-১টি, জাল চেক-০১ টি (১৩,০০,০০০ টাকার), মোবাইল-১১ টি সহ একটি সংগঠিত কুখ্যাত প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
গ্রেফতার কৃতরা যথাক্রমে, এস এস আলম (৫০), পিতা- মৃত সৈয়দ হোসেন, সাং-বাগডাসালেন, নয়াবাজার, থানা-বংশাল, ডিএমপি, ঢাক, মোঃ টিটু মিয়া (৪৮), পিতা-মৃত সাইজুদ্দিন, সাং-নাখালপাড়া, সিএসপি-৩০৮, থানা-শিল্পাঞ্চল, ডিএমপি ঢাকা, মোঃ মিন্টু ভূইয়া (৩৮), পিতা-মৃত আকমল ভূইয়া, সাং-বেজরা, থানা-মকছেদপুর, জেলা-গোপালগঞ্জ, মোঃ মাহফুজ হাওলাদার (৩৫), পিতা-আব্দুল আজিজ হাওলাদার, সাং-হরিণপালা, থানা-ভান্ডারিয়া, জেলা-ফিরোজপুর, মোঃ ফজলুল হক (৪৮), পিতা-মৃত গোলাপের রহমান, সাং-পূর্ব মহোদুলি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী এবং মোঃ শাহিন উদ্দিন মিলন (৩০), পিতা-এনামুল হক জেল্টু, সাং-নওদাপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেফতার কৃত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।