নিজস্ব প্রতিনিধি ঃ জোরারগঞ্জ থানার এসআই (নি.) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গত ২৩ এপ্রিল রাত ১০ টা ৪০ মিনিটের সময় জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ১,১০০ (একহাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী-মুজিবুর রহমান (৩৬) কে গ্রেফতার করেন।
এএসআই (নি.) এনামুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একই তারিখ রাত ১১ টা ৫০ মিনিটের সময় উল্লেখিত স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭০০ (সাতশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী- সাইফুল ইসলাম (২৫) ও নুর মোহাম্মদ (৫০)’দ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে জোরারগঞ্জ থানায় পৃথক মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।