নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের জন্য ‘ধারাল অস্ত্র’ তৈরির অভিযোগ ওঠায় ‘মুক্তি কক্সবাজার’ নামে একটি এনজিওর ছয়টি প্রকল্প সাময়িকভাবে বন্ধ করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় একটি কামার দোকান থেকে লোহার তৈরি প্রায় সাড়ে ৬শ’ ‘ধারাল অস্ত্র’ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্যই এসব তৈরি করা হচ্ছিল।
তবে মুক্তি কক্সবাজারের কর্মকর্তারা দাবি করেন, ওগুলো গৃহস্থালির কাজে ব্যবহারের ‘নিড়ানি’ এবং সেগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য তৈরি করা হয়নি।
এদিকে এনজিও ব্যুরো বলছে, অনুমোদিত যেসব সামগ্রী বিতরণ করার কথা, ‘মুক্তি কক্সবাজার’ তা না মেনে বিভিন্ন আইটেম তৈরি ও বিতরণ করছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।