দুর্নীতি দমন কমিশনের ৩০ জন কর্মকর্তার অংশগ্রহণে ক্যাপিটাল মার্কেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৯ মে, সকাল ১০ টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের ৩০ জন কর্মকর্তার অংশগ্রহণ ক্যাপিটাল মার্কেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কমিশনার এম এ হালিম ও সদ্য নিয়োগপ্রাপ্ত সম্মানিত কমিশনার ড. রুমানা ইসলাম। ক্যাপিটাল মার্কেট, শেয়ার, বন্ড, ইন্সুইরেন্স, ব্যাংক, সেভিংস ইনভেস্টমেন্ট, ব্যাংকিং ইনভেস্টমেন্ট, প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি মার্কেট, অ্যাক্টরস অফ ক্যাপিটাল মার্কেট, ইন্টাররিলেশন, ইন্ট্রারিলেশনসহ এসংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে আরো দুটি ব্যাচের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে । দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। দুর্নীতি দমন ও প্রতিরোধে দুই কমিশনের নলেজ শেয়ারিং এর অংশ হিসেবে এ প্রশিক্ষণ ভবিষ্যতেও চলামন থাকবে।


বিজ্ঞাপন