কুড়িগ্রাম জেলা, পুলিশের মাষ্টার প্যারেড, কিট প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ১৯ মে, সকাল সাড়ে ৮ টার সময় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে পুলিশ লাইন্স, কুড়িগ্রামের ড্রিল শেডে মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে সালামি গ্রহণ করেন সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম। মাষ্টার প্যারেড ও কিট প্যারেড শেষে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এতে পুলিশ শৃংখলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভা শেষে ফেব্রুয়ারি/মার্চ/এপ্রিল মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশ, কুড়িগ্রামের ৩ জন পুলিশ সদস্য ও ১ জন সিভিল স্টাফের অবসর জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার, কুড়িগ্রাম তাদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার তুলে দেন।

এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রংপুর রেঞ্জ অফিস হতে প্রাপ্ত বিশেষ পুরষ্কার সহ ফেব্রুয়ারি/মার্চ/এপ্রিল মাসে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয় ।

পুরস্কার প্রাপ্তদের নাম ও পদ-পদবি যথাক্রমে উল্লেখ করা হলো,
এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল-
মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম সদর সার্কেল, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল-মোঃ মোর্শেদুল হাসান,পিপিএম,সহকারী পুলিশ সুপার, ভূরুঙ্গামারী সার্কেল, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের বিশেষ পুরষ্কার- মোঃ মোর্শেদুল হাসান,পিপিএম,সহকারী পুলিশ সুপার, ভূরুঙ্গামারী সার্কেল, কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ও এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ –
খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ, কুড়িগ্রাম সদর থানা, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – মোঃ নবীউল হাসান, অফিসার ইনচার্জ, নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম,

রংপুর রেঞ্জ দপ্তর হতে প্রেরিত “ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন” এ বিশেষ পুরষ্কার –
মোঃ কফিল উদ্দিন, পুলিশ পরিদর্শক (অবঃ), ডিসেম্বর-২০২২ মাসের বিশেষ পুরষ্কার -প্রলয় কুমার বর্মা, এসআই(নিরস্ত্র), ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম,

রংপুর রেঞ্জ দপ্তর হতে প্রেরিত “ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন” এ বিশেষ পুরষ্কার – মোঃ আব্দুল কাইয়ুম, এসআই (নিরস্ত্র), চর রাজিবপুর থানা, কুড়িগ্রাম, ফেব্রুয়ারি -২০২২ মাসের শ্রেষ্ঠ উদ্ধারকারী ও শ্রেষ্ঠ এসআই- মোঃ জুয়েল ইসলাম, এসআই(নিরস্ত্র),কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই- মোঃ সোহরাব হোসেন, এসআই(নিরস্ত্র), কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম, এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই- মোঃ আনোয়ারুল ইসলাম সরকার,এসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম, জানুয়ারী -২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই- মোঃ আব্দুল কাদের, এএসআই (নিরস্ত্র), ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম, ফেব্রুয়ারি -২০২২ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার – মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিরস্ত্র), রৌমারী থানা, কুড়িগ্রাম, ফেব্রুয়ারি -২০২২ মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার – মোঃ মমিনুল ইসলাম, সার্জেন্ট সদর ট্রাফিক, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার – মোস্তফা আনোয়ার আহমেদ, টিএসআই, সদর ট্রাফিক, কুড়িগ্রাম, এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার – সায়েকুজ্জামান, সার্জেন্ট সদর ট্রাফিক, কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ও মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার – মোঃ আনোয়ারুল ইসলাম, এসআই (নিরস্ত্র), ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার – ছামছুল আলম, এএসআই (নিরস্ত্র) ডিবি, কুড়িগ্রাম, মার্চ -২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই – মোঃ মিল্টন মিয়া, এএসআই (নিরস্ত্র), কুড়িগ্রাম সদর থানা, কুড়িগ্রাম, এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার –
মোঃ মঞ্জুরুল হক, এএসআই (নিরস্ত্র), ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম, এপ্রিল -২০২২ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার –
মোঃ সবুজ সরকার, এএসআই (নিরস্ত্র), ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম,

পুলিশ সুপার, কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কুড়িগ্রাম জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জগন,নিরস্ত্র পুলিশ পরিদর্শক, সিআইডি, উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মাদক উদ্ধার সহ অন্যান্য বিভিন্ন বিষয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।


বিজ্ঞাপন