রাজু ভাস্কর্যের ‘রাজু’ মেহেন্দিগঞ্জের সন্তান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ ছবি দেখেই হয়তো আপনার মনে পড়েছে? ভাস্কর্যটি অবশ্যই একবার না একবার দেখেছেন। অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে। ভাস্কর্যটির দাপ্তরিক নাম ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’।

যাকে নিয়ে এই ভাস্কর্য তাঁর পুরো নাম মঈন হোসেন রাজু। বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তবে বেড়ে উঠেছেন চট্টগ্রাম ও ঢাকায়।

বাবা মোয়াজ্জেম হোসেন। মা খাদিজা বেগম। ১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান পড়তে। থাকতেন শহীদুল্লাহ হলে। তিনি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন।

১৯৯২ সালের ২৩ মার্চ জনৈক ছাত্রশিবিরকর্মীর প্রহৃত হবার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাধারণ ছাত্রদের বচসা হয়। পরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে গোলাগুলি হয়।

এর প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রঐক্যের ব্যানারে ক্যাম্পাসে মিছিল হয়। ওই মিছিলের ওপর বর্ষিত অকস্মাৎ গুলিতে নিহত হন রাজু। রাজুর স্মরণে এবং সন্ত্রাসবিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে তৈরি হয় এই ভাস্কর্য।

এটি নির্মাণ করতে গিয়েও নানামুখী বাধাবিপত্তির মুখে পড়তে হয়। তবে সব চড়াই-উতরাই পেরিয়ে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় ১৯৯৭ সালে ভাস্কর্যটি নির্মিত হয়।


বিজ্ঞাপন