নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ সফরে এসেছে ফিলিস্তিনি মিলিটারি ইন্টেলিজেন্স এর মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ (Major General Zakaria A. H. Musleh) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক বিষয়বস্তু নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এই আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।