ভারতে বিশ্ব নবী কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নওয়াপাড়ায় ইমাম পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Uncategorized আন্তর্জাতিক

সুমন হোসেন, ( যশোর ) ঃভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলীয় নেতা নবীন কুমার জিন্দাল কতৃক প্রিয় রাসুলুল্লাহ হযরত মোহাম্মদ (সঃ) ও তার প্রিয় স্ত্রী উম্মুল মুমিনুল আয়শা (রাঃ) এর শানে অমানবিক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে অভয়নগর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মুসলমানদের অংশ গ্রহনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলা। ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া সম্পাদক মুফতী হেলালুদ্দীন এর যৌথ সঞ্চালনায় বক্তব্যে রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু-দাউদ, হাফেজ মাওলানা আমজাদ হোসেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা তৈয়েবুর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মুফতী জালাল উদ্দীন, সহ-সম্পাদক মাওলানা রজিবুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মুফতী রফিকুল ইসলাম, সহ- অর্থ সম্পাদক মুফতী রবিউল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাসান ইকবাল, প্রচার সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ, সহ- প্রচার সম্পাদক মাওলানা মজিবুর রহমান, দফতর সম্পাদক মুফতী সাজ্জাদুর রহমান, সহ- সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম, সহ- মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সহ- মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুস্তাইন বিল্লাহ, উলামা কল্যাণ সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, সহ- উলামা কল্যান সম্পাদক মাওলানা রুহুল আমিন, খেদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রব সহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজারের শংকরপাশা হাই স্কুল মাঠ থেকে ষ্টেশন বাজার জামে মসজিদ ঘুরে যশোর – খুলনা মহাসড়কের পীরবাড়ী মাদ্রাসা পর্যন্ত প্রদক্ষীন করে পুনরায় শংকরপাশা স্কুল মাঠে এসে শেষ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর নিকট দোষীদের বিরুদ্ধে আইনগত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *