নিজস্ব প্রতিবেদক ঃ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে পদ্মা সেতুর পূরন – শেখর পক্ষে, বিশ্বব্যাপী পরিবেশিত বর্তমান স্বপ্নের শিরোনামে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে।
অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই বাজানো হয় পদ্মা সেতুর থিম সং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এ কে আব্দুল মোমেন, এমপি, পররাষ্ট্রমন্ত্রী।
অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সেলিম রায়হান।
বক্তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা বহুমুখী সেতুর গুরুত্ব তুলে ধরেন। তারা সেতুটিকে গৌরব ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে অভিহিত করেছেন, যার স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, যিনি আমাদের নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। বক্তারা পদ্মা সেতুর সফল সমাপ্তিতে ইতিবাচক মন্তব্যকারী বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং বিদেশে বাংলাদেশের সকল মিশন কার্যত উপস্থিত ছিলেন।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম উদ্বোধনী বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
সৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্রের দেশাত্মবোধক গানের উপর ভিত্তি করে চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পুরো অনুষ্ঠানটি ফেস বুক লাইভেও সম্প্রচার করা হয়।