নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৮ জুন, বিকেল ৩ টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা ও বিভাগীয় প্রশাসন বরিশালের আয়োজনে “
বরিশাল বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং ২০২২ ” উদ্বোধন অনুষ্ঠান ও ইনোভেশন শোকেসিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় ও বরিশাল বিভাগীয় কার্যালয় (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম।
তিনি বলেন, যাঁর কল্পনা যত বেশি তার ক্ষমতা তাতো বেশি, সেই কল্পনাকে বাস্তবে রুপ দেয়াটাই ইনোভেশন। সরকারের প্রতিটি মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরে এই ইনোভেশন চালু হয়েছে। বাংলাদেশ পুলিশেও ইনোভেশন হয়েছে।
অনলাইনে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও জনমূখী ও গণমূখী পুলিশিং এর মাধ্যমে
জনগণের দোরগোড়ায় সেবা ও নিরাপত্তা পৌঁছাতে আমরা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ, হ্যালো বিএমপি ডে সহ নানামুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি।
নতুন নতুন কল্পণা ও চিন্তাগুলো বাস্তবে রুপ দিতে জনকল্যাণে ইনোভেশনগুলো আমাদের দপ্তরে যোগ করে কাজ করার মাধ্যমে একটি সুখি সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মান সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।