কুটনৈতিক বিশ্লেষক ঃ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে টোকিওর বিভিন্ন সড়কে লাইন ধরে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
খুব সীমিত পরিসরে জোজোজি মন্দিরে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।
শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু তার পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়।
কিন্তু জাপানের সাধারণ মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে রাজপথে নেমে আসেন। শৃঙ্খলভাবে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থাকেন তারা।