বিশেষ প্রতিবেদক ঃ শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক পরিচালিত ‘শেরে-বাংলা পথগুলি স্কুল’ এর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে গতকাল মঙ্গলবার ১২ জুলাই, ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মধ্যহ্নভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুরাগী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা জনাব ফারুক হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ মোশারফ হোসেন ও ডাঃ সামিনা আরিফ বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মঞ্জুর হসেন টিপু,সাংবাদিক ও সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব মনিরুজ্জামান অপূর্ব, নারী উদ্যোগক্তা সাবিহা মুবাশশিরা নিলয়, প্রধান শিক্ষকা শান্তনা আক্তার , স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব ও বাংলা পথকলি স্কুলের সভাপতি সাংবাদিক আর কে রিপন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের সহ-সভাপতি গোলাম ফারুক মজনু বলেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের উন্নয়ন ব্যতীত জাতির উন্নয়ন সম্ভব নয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষার আলো থেকে দূরে চলে গেলে আমাদের উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি শিশুই যেন শিক্ষার আলোয় আলোকিত মানুষ হতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই প্রয়াস। একই সাথে তিনি সমাজের বিত্তবান, সম্পদশালী মানবকল্যাণে শিক্ষা বিস্তারে এগিয়ে আসার আহ্বান জানান।