নড়াইলের নবাগত পুলিশ সুপারের দিঘলিয়া সাহাপাড়া ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ পরিদর্শন

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত (২৮ আগস্ট) নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন,নড়াইল সদর থানাধীন মির্জাপুরে শিক্ষক লাঞ্ছনাকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পরবর্তিতে লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের সাহাপাড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনার বর্তমান পরিস্থিতি জানতে সরেজমিনে ভিকটিমদের ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার সকলের উদ্দেশে বলেন,পুলিশ জনগনের বন্ধু,আপনারা সকলেই আপনাদের সার্থে,আপনাদের পরিবার পরিজনদের ভালো রাখার সার্থে সকল প্রকার অনিয়ম,দূর্নিতী,
মাদকের হাত থেকে বাঁচার জন্য জেলা পুলিশকে সহযোগিতা করতে আহব্বান জানান। আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ নিয়ন্ত্রণে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে। কোথাও কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে দ্রুত অত্র এলাকার বিট অফিসার বা অফিসার ইনচার্জ অথবা পুলিশ সুপার এর মোবাইল নাম্বারে ০১৩২০১৪৬১০০ যোগাযোগ করতে আহব্বান করেন। এ সময় তিনি সকলকে পারস্পারিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্বাভাবিক জীবনযাঁপন ও কাজকর্ম করার জন্য পরামর্শ দেন। এছাড়া তিনি অত্র এলাকায় নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,থানার অফিসার ইনচার্জ,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, সাহাপাড়া এলাকার গণ্যমান্য এবং ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রমূখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *