নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২৯ আগস্ট ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সফর করেন। প্রথমে তিনি কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে কালিয়াকৈর উপজেলার সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন এবং উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় গাজীপুর জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন।
এরপর বঙ্গবন্ধু হাইটেক সিটির ৪র্থ টায়ার জাতীয় ডাটা সেন্টারের কার্যক্রম দর্শন করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
এছাড়াও তিনি নোকিয়ার ফ্যাক্টরি দর্শন করেন। সবশেষে কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ওয়ালটনের কার্যক্রম দর্শন করেন এবং বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখেন।
