কুটনৈতিক বিশ্লেষক ঃ সাম্প্রতি ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল অনিল কুমার পুন্ডির এর নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন।
প্রতিনিধি দলে ভারতীয় সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ছাড়াও রয়েছেন ইন্দোনেশিয়া, জাপান, নাইজেরিয়া, তানজানিয়া এবং উগান্ডা এর সামরিক বাহিনীর সদস্যবৃন্দ।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আমন্ত্রণে প্রতিনিধি দলটি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করেন।
একই দিন সকালে প্রতিনিধি দলটি সেনা সদরে চিফ অব জেনারেল স্টাফ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।সফরকালে প্রতিনিধি দলটি নৌ ও বিমান বাহিনী সদর দপ্তর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্র্যাক সেন্টার, ইপিজেড এবং কক্সবাজার পরিদর্শন করবেন।
উল্লেখ্য, কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে প্রায় প্রতিবছরই ভারতীয় সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে থাকে। একইভাবে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলও ভারত সফর করে থাকে।