সুমন হোসেন (যশোর) ঃ যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের, জানা গেছে চলতি বছরের আগস্ট-২০২২ মাসে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর কর্তৃক সর্বমোট ৪০টি হারানো মোবাইল, বিকাশ ও নগদের সর্বমোট ১.০৯.৯০০ টাকা উদ্ধার, ১৩ জন নিখোঁজ ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার ৩ জন সহ হ্যাকিং হওয়া ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় যশোর জেলার বিভিন্ন থানাধীন মোবাইল হারানো সংক্রান্তে ভিকটিমের করা জিডির প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ৪০ টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।
এছাড়াও ভিকটিম বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবসত অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১,০৯,৯০০ টাকা উদ্ধার পূর্বক সাতজন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ৭ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করেছে।
যশোর জেলার বিভিন্ন থানায় নিখোঁজ ভিকটিম উদ্ধার সংক্রান্ত জিডিমূলে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমদের নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হলো, যশোর মনিরামপুর থানার জিডি নং- ১৫৯০, তাং- ৩০/০৭/২২ মূলে নিঁখোজ ভিকটিম মোছঃ সুমাইয়া আক্তার (২০) (ছদ্মনাম), যশোর মনিরামপুর থানার জিডি নং- ২৬৭, তাং- ০৫/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম মোছঃ ফাতেমা খাতুন (১৮) (ছদ্মনাম) ,যশোর কোতয়ালী থানার জিডি নং- ১১৮৯, তাং- ২১/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম মোছঃ তামান্না হাসিন বৈশাখী(২০) (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার জিডি নং- ১২০৯, তাং- ২১/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম সুস্মিতা পাল (১৪) (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার জিডি নং- ২৫, তাং- ০১/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম আল মামুন (১৮) (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার জিডি নং- ২৫, তাং- ০১/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম সুমাইয়া (১৫), (ছদ্মনাম), যশোর বাঘারপাড়া থানার জিডি নং- ১২৩৪, তাং- ২৭/০৭/২২ মূলে নিঁখোজ ভিকটিম হালিমা খাতুন(২২), (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার জিডি নং- ১৪৭৩, তাং- ২৭/০৭/২২ মূলে নিঁখোজ ভিকটিম মেঃ শাব্বির হোসেন (ছদ্মনাম), যশোর মনিরামপুর থানার জিডি নং- ১৩০২, তাং- ২৪/০৬/২২ মূলে নিঁখোজ ভিকটিম হোসনে আরা রিমা, (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার অভিযোগ নং- ৭০১৩, তাং- ০৭/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম মোঃ রেজাউল করিম বাবু, (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার অভিযোগ নং- ৬৩৫৩, তাং- ১০/০৭/২২ মূলে নিঁখোজ ভিকটিম ইতি খাতুন (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার অভিযোগ নং- ৬১১৭, তাং- ২৭/০৭/২২ মূলে নিঁখোজ ভিকটিম নিঝুম (ছদ্মনাম), যশোর কোতয়ালী থানার অভিযোগ নং- ৭৬৮৫, তাং- ১২/০৮/২২ মূলে নিঁখোজ ভিকটিম মোছাঃ কবিতা আক্তার (ছদ্মনাম),দের উদ্ধারে সহায়তা প্রদান করা হয়েছে।
এসংক্রান্তে শনিবার ৩ সেপ্টেম্বর সকাল ১২ টায় যশোর জেলার পুলিশ সুপার এর নির্দেশক্রমে মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর পুলিশ অফিস কনফারেন্স রুমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৪০টি হারানো মোবাইল ও বিকাশের নগদ ১,০৯,৯০০ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ।