মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ৪ সেপ্টেম্বর বিকাল ৩ টা ৫ মিনিটের সময় সময় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের স্ট্রাটেজিক প্লান ও জেন্ডার রেসপন্সিভ পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম, বিপিএম। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও উইমেন নেটওয়ার্কের নারী অফিসারবৃন্দ।