মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত চৌকস পুলিশ কর্মকর্তারা, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, নড়াইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত চৌকস পুলিশ কর্মকর্তারা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশে ডিজিট ভুল হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৫ টি স্মার্ট ফোন অদ্য শনিবার ১৭ সেপ্টেম্বর সকালে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
