নড়াইলে শ্রমিকদের ভালোবাসার প্রার্থী সাহিন সকল শ্রমিকদের দোয়া ও আশির্বাদ প্রত্যাশী

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা বাস মিনিবাস,কোচ মাইত্রোবাস শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী মো:মনিরুল ইসলাম (সাহিন) সকল শ্রমিকগণদের দোয়া ও আশির্বাদ প্রত্যাশী। আসছে আগামী নড়াইল জেলা বাস,মিনিবাস,কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মো:মনিরুল ইসলাম সাহিন সকল শ্রমিগণের কাধেঁ কাধঁ মিলিয়ে সকল শ্রমিকদের পাসে থেকে নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নকে আরো শক্তিশালি করার লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান। নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নকে আরো গতিশীল করার লক্ষে,সকল শ্রমিকগণদের সাথে নিয়ে ১২৯৫ এর অবহেলীত অসহায় শ্রমিকদের জন্য আগামি দিনে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সর্বদা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সাধারন পদপ্রার্থী এ শ্রমিক নেতা মো:মনিরুল ইসলাম সাহিন,দির্ঘদিন ধরে ন্যায় নিষ্ঠার সাথে এবং সুনামের সাথে পরিবহন চালিয়ে জিবিকা নির্বাহ করে আসছেন,শ্রমিকদের শুখে দুঃখে ভালো মন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য শ্রমিক ইউনিয়নে সাধারন সম্পাদক পদপ্রার্থী সকলের কাছে তাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে অবহেলীত শ্রমিকদের বাস টার্মিনালকে বাসযোগ্য, ব্যবহার যোগ্য করে শ্রমিকদের ন্যায দাবি আদায়ের লক্ষে আমি সর্বদা আমার অসহায় শ্রমিকদের গাধেঁ কাধঁ ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ্ বলেও জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *