স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে সব সময়ই ব্যর্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ তো দূরের কথা আজ পর্যন্ত জিততে পারেনি কোন ম্যাচ। তবে বড়রা না পারলেও ছোটরা তা ঠিকই করে দেখাল।
শুধু ম্যাচ নয় নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটাই জিতে নিল তারা। সেটাও দুই ম্যাচ হাতে রেখে।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
প্রথমে ব্যাট করে ফার্গাস লেলম্যানের সেঞ্চুরির পরেও ২২৩ রানের বেশি করতে পারেনি কিউইরা। জবাবে মাহমুদুল জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
রোববার ( ৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত নিউজিল্যান্ড যুবাদের বিপক্ষে এ জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে নার্ভাস ৯৯ এ আউট হয়ে সাজঘরে ফেরা আক্ষেপটা আজ হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি।
আজ তৃতীয় ওয়ানডেতে তার ৯৫ বলে ১০৩ রানের অপরাজিত ঝড়ো ইনিংস দলকে জয় এনে দেয়। ১৬টি চার ও ১ ছয়ের মারে সেঞ্চুরিটি সাজিয়েছেন মাহমুদুল।
এ জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা। সিরিজের শেষ দুই ম্যাচ হবে আগামী ৯ ও ১৩ অক্টোবর।