নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল রবিবার ২৫ সেপ্টেম্বর, আনুমানিক রাত ২ টার সময় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি বার্মিজ গুড়ের ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।