নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় এবং রাত ৩ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন শাহপরী দ্বীপ এলাকায় এবং টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৮৪ হাজার পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়।
পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।