নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর দুপুর ১ টায় শ্রীনগর উপজেলার কলেজগেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার মনিটরিং করা হয়।
দ্যা গ্রান্ড স্যাফরন রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, দই এবং বোরহানিতে উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না, ডাস্টবিন উন্মুক্ত রাখা হচ্ছে। রেস্টুরেন্ট টিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
ফাইভ স্টার বেকারিতে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদিত বেকারি পণ্যে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য ওজন লেখা হচ্ছে না, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে, চিপস ভাজার জন্য পুরাতন পোড়া তেল ব্যবহার করা হচ্ছে । বেকারিটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা অভিযানে সহযোগিতা করেন।