মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ৯ অক্টোবর, বিকাল ২ টা ১৫ মিনিটের সময় খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আফিল গেটস্থ বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র, খুলনায় বসুন্ধরা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশন, খুলনার সভাপতি এ্যাড সাইফুল ইসলাম।
