নওগাঁ ভোক্তা অধিদপ্তর জেলা কার্যলয় কর্তৃক তদারকি অভিযানে ১৭, হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


সোমবার ১৭ অক্টোবর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদর উপজেলায় ট্রাক টার্মিনাল এবং সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

বাজার তদারকি অভিযান পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও বেকারী সামগ্রী বিক্রয়ের দায়ে ১ টি প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এছাড়াও সাহাপুর এলাকায় অবস্থিত সুমনা ফুড প্রোডাক্ট এর মালিককে ঢাকার ঠিকানায় মোড়কজাতকৃত চিপস এর ফয়েল পেপারে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে নিম্নমানের চিপস এবং চিপস এর প্যাকেটের ভিতরে শিশুদের খেলনা দেয়ার অপরাধে ১৫,০০০ টাকা সহ মোট ১৭,০০০ জরিমানা করেন।
এসময় বিপুল পরিমাণ নকল মোড়কজাতকৃত চিপস পুড়িয়ে ধ্বংস করেন।
অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *