স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক বিজিবি’র চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ থেগামুখ বিওপি পরিদর্শন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি রবিবার ৬ নভেম্বর,বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ থেগামুখ বিওপি পরিদর্শন করেন।

বিওপি পরিদর্শন কালীন সময়ে ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নদীপথে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরে পৌঁছান। এসময় তাঁকে সশস্ত্র সালাম প্রদান করা হয়।
পরবর্তীতে তিনি সকলের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটালিয়ন সদরে বৃক্ষরোপণ করেন।

উক্ত পরিদর্শন কালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি’র সার্বিক কর্মকাণ্ড এবং পেশাগত দক্ষতা দেখে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি সহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *