মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত নারী (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। (৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে বিজয়পুর-বেনাডোব এলাকার চিত্রানদী’র খেয়া ঘাট থেকে অর্ধ গলিত এক নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে এলাকাবাসী বিজয়পুর-বেনাডোব এলাকার চিত্রানদীর খেয়া ঘাটে অর্ধ গলিত একটি লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে আসে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান বলেন,মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর এবং বোরকা পরিহিত অজ্ঞাতনামা এ নারীর লাশটি ছিল অর্ধ গলিত। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন আগে মারা গেছে। লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/11/Screenshot_২০২২-১১-০৮-২০-২১-০৫-৯৪_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)