যশোরে ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকারের সাফল্য অব্যাহত

Uncategorized আইন ও আদালত



!! ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, গাজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ১ জন গ্রেফতার !!



যশোর প্রতিনিধি ঃ যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক-নির্দেশনায় ওসি, ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে মাদক নির্মুলে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে জেলা গোয়েন্দা শাখা যশোর।

তারই ধারাবাহিকতায় গত শনিবার ১৯ নভেম্বর, বিকাল ৩ টার সময় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে একটি টিম যশোর কোতয়ালী থানাধীন মন্ডলগাতী গ্রামে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, গাজা , মাদক সেবনের সরঞ্জাম ও ১টি মটরসাইকেল সহ ১ জনকে গ্রেফতার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মন্ডলগাতি সাকিনের মাদক ব্যবসায়ী চঞ্চল মাদকদ্রব্য ফেনসিডিল ও গাজা বিক্রি করছে।

সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম টিম নিয়ে ঘটনাস্থলে গেলে চঞ্চল ও আরেকজন ক্রেতা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১জনক্রেতাকে গাজা ও মটরসাইকেলসহ আটক করে ডিবি’র টিম।

পরে তার দেওয়া তথ্য মতে চঞ্চলের বসত ঘরে তল্লাশী করে ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( ইয়াবার বিকল্প মাদক), মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৪, তাং-১৯/১১/২০২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(খ)/১৯(ক)/১০(ক) রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা যথাক্রমে, রাজীব (১৯), পিতা- আঃ রব, মাতা- আনোয়ারা বেগম, সাং- মন্ডলগাতী, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামত সমুহের বিবরণ যথাক্রমে, ৪৩ বোতল ফেনসিডিল, ১৮ পিচ ট্যাপেন্টাডোল, গাজা, মাদক সেবনের সরঞ্জাম এবং ১টি মটরসাইকেল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *