কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশে সফররত ইরানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মেহেদি সাফারি, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের উপমন্ত্রী বলেন, “বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তায় সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে হওয়া উচিত।”
বাংলাদেশের প্রতিমন্ত্রী শাহরিয়ার তাকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং বাণিজ্য প্রতিনিধিদলের আরও সফরের আহ্বান জানান।