নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ২৫ নভেম্বর, রাত সাড়ে টার সময় টেকনাফ মডেল থানাধীন গোদারবিল কবরস্থান এর পাশে টেকনাফ মেরিন রোডস্থ মোহাম্মদ সালামের অটো গ্যারেজের সামনে রাস্তার উপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ এর বিশেষ জোন মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ১৪,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসমীদের নাম ও ঠিকানা যথাক্রমে, জাহেদ উল্লাহ (৩৭), পিতা- লাল মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, ০৮ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, টেকনাফ, কক্সবাজার। এবং মোঃ রশিদ (২০), পিতা- বশির আহম্মদ, মাতা- রেহেনা বেগম, সাং- শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, ০৮ নং ওয়ার্ড, সাবরাং ইউপি, টেকনাফ, কক্সবাজার।
আলামত হিসেবে ১৪,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ এর বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা আজকের দেশ ডটকম কে জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। সরকারের এই মাদক বিরোধী বিশেষ পদোক্ষেপ কে বাস্তবে রুপ দিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ এর বিশেষ জোন সদা তৎপর,ভবিষ্যতে ও মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
