পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। ২১ সে অক্টেবর সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আবার উপজেলায় এসে শেষ হয়।
সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্রাক ওয়াশ কর্মসূচির সহায়তায় এ বর্ণাঢ্য র্যালি বের হয়।এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবির, সহকারী প্রোগ্রামার ব্যানবেইজ বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ পারভেজ, ব্রাকের কর্মকর্তাগন এবং উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন।