নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায় , পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে টিম-৩৪ (উত্তর) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জহুর আলম সিজান, হাবিব উল্লাহদের আটক করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন উৎস থেকে কমদামে ইয়াবা ট্যাবলেট কিনে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
