স্পোর্টস ডেস্ক : বেতন বাড়ানোসহ সাকিব-তামিমরা যে ১৩টি দাবি করেছেন তার মধ্য থেকে ৯টি দাবি মেনে নিয়েছে বিসিবি। যার কারণে ক্রিকেটারদের দাবি মেনে নেয়ায় সাকিব-তামিমরা মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন।
ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বুধবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালকরা। আন্দোলনরত ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেখানে।
এসব দাবি-দাওয়ার মধ্যে জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের রাখা দাবিও উত্থাপিত হয়েছিল। তা ছিল মোস্তাফিজকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি। আর সে দাবিও পূরণের আশ্বাস পেয়েছেন তিনি।
ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আইপিএলে খেলতে অনুমতিপত্র না দেয়ায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মোস্তাফিজ, তার পরিপ্রেক্ষিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
২০১৬ সাল থেকে আইপিএলে টানা তিন মৌসুমে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম দুবার সানরাইজার্স হায়দরবাদ এবং শেষবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল মাতিয়েছেন মোস্তাফিজ।